স্পোর্টস রিপোর্টারঃ সাফ স্বপ্ন ধূলিসাৎ হবার পর নির্ভার বাংলাদেশ ভুটানকে নিয়ে রীতিমত ছেলে খেলা করল। বোঝা গেল অত্যধিক চাপ নেয়ার কারণেই আগের দুই ম্যাচে স্বাভাবিক খেলা খেলতে পারেনি দল। এই টুর্নামেন্ট থেকে আর কিছু পাওয়ার না থাকায় দুর্বল ভুটানকে শুরু থেকেই আক্রমণে আক্রমণে বেসামাল করে তোলেন রনি, ওয়ালি, মামুন, তপুরা। ফলে ৮ মিনিটেই বাংলাদেশ পেয়ে যায় প্রথম গোল। পেনাল্টি থেকে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ। ২৪ মিনিটের মাথায় শাখাওয়াত রনির দেয়া গোল দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মামুনুলরা। দ্বিতীয়ার্ধে আরও আগ্রহী হয়ে খেলে থাকা বাংলাদেশ পেতে পারত আর ২/৩ টি গোল। তবে ৬৭ মিনিটে এই রনি দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন। হ্যাট্রিকও পেতে পারতেন রনি। তবে তাঁর দেয়া তৃতীয় গোলটি অফসাইডের কারণ দেখিয়ে বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত এই ম্যাচে ৩-০ ব্যবধানের জয়ের সান্ত্বনা নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ।
