কুলাউড়ায় সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ!

কুলাউড়ায় সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ!
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌর নির্বাচনে ৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা। জানা যায়, কুলাউড়া পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে মোট ৪৭টি বুথে’র মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ. জিল্লুর রহমান জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রের জন্য তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরির ব্যবস্থা করা হয়েছে। কুলাউড়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা, কাজী মোঃ. ইস্তাফিজুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট ৬জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

Post a Comment

Previous Post Next Post