মৌলভীবাজারে ৪১টি কেন্দ্রের ২৮টিই ঝুঁকিপূর্ণ

মৌলভীবাজারে ৪১টি কেন্দ্রের ২৮টিই ঝুঁকিপূর্ণ
স্টাফ রিপোর্টারঃ আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে মৌলভীবাজার জেলায় ৪টি পৌরসভায় ৪১টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। মৌলভীবাজার সদর পৌরসভায় ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি ঝুঁকিপূর্ণ। কেন্দ্রগুলো হল শাহ মোস্তফা কলেজ, কলিমাবাদ, পিটিআই স্কুল, নয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহীদ জিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়হাট, টাউন কামিল মাদ্রাসা, গবিন্দশ্রী, হাজী নসির উদ্দিন বিদ্যালয়, বড়কাপন। এছাড়া কুলাউড়া পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৫টি, কমলগঞ্জ ৯টির মধ্যে ৬টি ও বড়লেখায় ৯টির মধ্যে ৭টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ রয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান।  এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মো. শাহজালালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে আমারা অতিরিক্ত ফোর্স মোতায়ন করব এবং পাশাপাশি আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে আইনি পদক্ষেপ গ্রহণ করব।

Post a Comment

Previous Post Next Post