৪০০ ফুট লম্বা কেকে বিশ্ব রেকর্ড সালমান ভক্তদের

৪০০ ফুট লম্বা কেকে বিশ্ব রেকর্ড সালমান ভক্তদের
বিনোদন ডেস্কঃ ২৭ ডিসেম্বর ছিল সালমান খানের ৫০তম জন্মদিন। এ উপলক্ষে গুজরাটের সুরতে অনেক ভক্ত একত্র হয়ে তার জন্য বানিয়েছিলেন ৪০০ ফুট লম্বা একটি কেক। এটির ওজন চার হাজার কেজি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আয়তনের দিক দিয়ে ইতিমধ্যে বিশ্বরেকর্ড গড়েছে কেকটি। স্থান করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অব রেকর্ডসে। জানা গেছে, কেকটি অনাথ আশ্রমে শিশুদের মাঝে বিতরণ করা হবে। সালমানের এক ভক্ত টুইটারে সেই বিশাল আকৃতির কেকটির ছবি শেয়ার করেছেন। সব মিলিয়ে বলিউডের এই সুপারস্টারে এবারের জন্মদিন একেবারেই অন্যরকম। এবার বাঁধভাঙা আনন্দে মেতে ওঠার অনেক উপলক্ষ আছে তার। এর মধ্যে অন্যতম মাথার ওপর খড়গ হয়ে থাকা ১৩ বছরের মামলা থেকে মুক্ত হওয়া। তাছাড়া ‘বজরঙ্গি ভাইজান’ আর ‘প্রেম রতন ধন পায়ো’ আয়ের বন্যা বইয়ে দিয়েছে বক্স অফিসে।

Post a Comment

Previous Post Next Post