আশরাফুল মালদ্বীপে মধুচন্দ্রিমায়

 আশরাফুল মালদ্বীপে মধুচন্দ্রিমায়
স্পোর্টস ডেস্কঃ  শ্রীলংকার পরে এবার মালদ্বীপে গেছেন আশরাফুল দম্পতি। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দু’জনের মধুচন্দ্রিমার ছবি পাওয়া গেল। আর সময়টা যে আশরাফুল ও তার নববধূ বেশ উপভোগ করছেন সেটা বলে না দিলেও চলে। শ্রীলংকা দেশটা মোহাম্মদ আশরাফুলের জন্য শুভ। এর কারণটা পরিস্কার, ক্যারিয়ারের ছয়টি সেঞ্চুরির মধ্যে তিনটিই তার এসেছে এই মাটিতে। আর সেকারণেই কি না, সদ্য-বিবাহিত স্ত্রী আনিকা তাসলিমা অর্চিকে সাথে নিয়ে হানিমুন করতে চলে গেলেন সেই দেশটাতেই। তবে, টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান এখানেই থামলেন না। সস্ত্রীক এবার চলে গেলেন মালদ্বীপে। এক দ্বীপ থেকে চলে আসলেন আরেক দ্বীপে; লঙ্কাদ্বীপ ছেড়ে আসলেন আরেকটি ছোট দ্বীপরাষ্ট্রে। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জীবনের নতুন ইনিংস খেলতে নামেন। জুটি বাঁধেন ভৈরবের মেয়ে অর্চির সাথে।

Post a Comment

Previous Post Next Post