তারেক হাসান: কুলাউড়ায় দিনব্যাপী পল্লী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গত ১২ডিসেম্বর শনিবার সমাজের অসহায়, দরিদ্র মানুষের ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্র“প নির্ণয় করা হয়। কুলাউড়ার ব্রাহ্মণবাজারের শ্রীপুর বাজার এলাকায় পল্লী উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বদরুল হোসেন খানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্র“প নির্ণয় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ উদ্দিন আহমদ, মেডিকেল প্রমোশন অফিসার মোঃ আনিসুর রহমান, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ নুরুল ইসলাম রমজান, প্রোগ্রাম অফিসার রনজিত নাইডু ও সুজিত দেবনাথ, অফিস সহকারী অর্পণা দেবনাথ। উক্ত মেডিকেল ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় দরিদ্র নারী-পুরুষ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ৪শত জনকে ফ্রি চিকিৎসা ও রক্তের গ্র“প নির্ণয় করা হয়।
