মাহফুজ শাকিল: শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবা এবং মানবিক সমাজ বিনির্মানে আমাদের পথ চলা এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ লংলার প্রাণ কেন্দ্র রবিরবাজারে এই প্রথম বারের মতো বর্ণিল আয়োজনে ‘রবিরবাজার ক্লাবের” প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্যতিক্রমী বিভিন্ন ইভেন্টের মধ্যে ব্যানার ফেণ্টুন প্লেকার্ড, হাতী, ঘোড়া, ঐতিহ্যবাহী গ্রামীণ লাটিখেলা, ব্যান্ডপাটি সহ বিশাল আনন্দ শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিজয় দিবস ও ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন সামাজিক স্লোগান দিয়ে মুখরিত করে জাতিসংঘের ৭০তম অধিবেশনে বক্তব্য দানকারী নারী ও শিশু অধিকার নেত্রী মনি বেগম। ১২ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় লংলা আধুনিক ডিগ্রি কলেজের সম্মুখে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় র্যালী যাত্রা করে। র্যালীতে লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ অংশগ্রহন করেন। র্যালী শেষে পৃথিমপাশা ইউনিয়ন প্রাঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্যে দিয়ে শেষ হয়। শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় ক্লাবের সভাপতি ময়নুল ইসলাম পংকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুুল হক খান সাহেদ, লংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, মনু মডেল কলেজের অধ্যক্ষ ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মান্নান, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল মনাফ মেম্বার, বাংলাদেশ আওয়ামীলীগ আল-আইন মহানগর (ইউ.এ.ই) সভাপতি ও রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন (আনু), কর্মধা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মুহিবুল ইসলাম আজাদ, আওয়ামীলীগ নেতা লোকমান আহমদ, ইউ.পি সদস্য মাসুদ রানা আব্বাছ, বিশিষ্ট বাম রাজনীতিক কমরেড আব্দুল আহাদ, সমাজ সেবক মো. আখলাছ আলী, জাতীয় সংগীত প্রেমী সুদর্শন রবিদাস, প্রভাষক মো. গোলাপ মিয়া, শিক্ষক নয়ন দাস, রনি চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাদশা মিয়া, আফতাব উদ্দিন, মতিউর রহমান কামাল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সদস্য জুনেদ আহমদ চৌধুরী, ইয়ামিছ আলী, মো. আব্দুল আহাদ, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম, মুকুল আহমদ, নাজিউল করিম তারেক প্রমুখ।


