কুলাউড়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মেয়েসহ মায়ের মৃত্যু

কুলাউড়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মেয়েসহ মায়ের মৃত্যু
স্টাফ রির্পোটারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশন এলাকায় উদয়ন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মেয়েসহ আত্মহত্যা করেছেন মা জাহানারা বেগম। সোমবার (১৪ ডিসেম্বর) মনু রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহানারা বেগম কুলাউড়া উপজেলার কোটারকোনা গ্রামের মছদ্দর আলীর স্ত্রী। স্থানীয় সুত্রে জানাযায়, পারিবারিক কলহের জের ধরে জাহানারা তার মেয়ে ইমাকে নিয়ে ভোরে ঢাকা থেকে সিলেটগামী উদয়ন ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই জাহানারার মৃত্যু হয়। এ সময় ইমাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতিয়ার আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post