খ ক জাফরঃ কুলাউড়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্দোগে ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার কৃষক সমবায় সমিতির মধ্যে বিনামুল্যে রিপার (শস্য কর্তন) যন্ত্র বিতরন করা হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে ও উপ-সহঃ কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেনের পরিচালনায় উপজেলা হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধূরী ও বরমচাল ইউপি চেয়ারম্যান মোঃ ইসহাক চৌধুরী ইমরান। পরে অথিতিবৃন্দ হাওর অঞ্চলে প্রনোদনা কর্মসুচীর আওতায় ডি,এ,ই’র বরাদ্ধকৃত ১লাখ ৮০হাজার টাকা মুল্যের ৩টি শষ্য কর্তন যন্ত্র ভাটেরা ভবানীপুর দক্ষিনভাগ সিআইজি (ফসল) কৃষক সমবায় সমিতির সভাপতি ইলিয়াছ আলী,বরমচাল সিঙ্গুর সিআইজি (ফসল) কৃষক সমবায় সমিতির সভাপতি আব্বাছ উদ্দিন ও জয়চন্ডি বেগমানপুর ও মিটুপুর সিআইজি (ফসল) কৃষক সমবায় সমিতির সভাপতি নারায়ন চন্দ্র দাসের কাছে হস্তান্তর করেন। অনুষ্টানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষক সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
