কুলাউড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

কুলাউড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
স্টাফ রিপোর্টারঃ মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দোগে  ও কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৫ পালন উপলক্ষে ৯ ডিসেম্বর বুধবার দুপুরে ‘জয়িতার অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় বাংলার নারীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের এমপি বীর মুক্তি যোদ্ধা মোঃ আব্দুল মতিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, তোফাজ্জল হোসন চিনু মিয়া ও আব্দুল জলিল জামাল, উপজেলা জাসদের সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার রিজভী আহমদ রাসেল, সংবর্ধিত জয়িতা অর্থনৈতিক ভাবে রুমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী প্রধান শিক্ষক হাসনা বেগম, সফল ও জননী নারী জয়িতা বাসন্তি লমুরং, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী জয়িতা মিনারা বেগম ও সমাজ উন্নযনে অসামান্য অবদান রেখেছেন যে নারী গৌরি রানী মল্লিক শিক্ষক । এ ছাড়া সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, মহিলা সমিতি, বেসরকারী সংস্থা আইপিডিএস, ওয়াফ, প্রচেষ্টা, শিশু কিশোরী ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নারী নির্যাতনের বিরদ্ধে দেশের ব্যাপক জনগোষ্টীর মধ্যে সচেতনতা ও সংবেদনশীলতা তৈরী করার, নির্যাতন ও উত্যক্ত করনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ও বেগম রোকেয়াার আর্দশ আমাদের আগামী প্রজম্ম থেকে প্রজম্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানান। পরে প্রধান অতিথি এমপি আব্দুল মতিন ‘জয়িতার অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় কুলাউড়া উপজেলার ৫ জন নারীকে সনদ ও ক্রেষ্ট্র প্রদান করেন

Post a Comment

Previous Post Next Post