বেনজেমা-রোনালদোয় বিধ্বস্ত মালমো

বেনজেমা-রোনালদোয় বিধ্বস্ত মালমো
স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে মালমোর বিপক্ষে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার (৯ ডিসেম্বর) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে রাফা বেনিতেজের শিষ্যরা। এরই সুবাধে মালমোর জালে ম্যাচের ১২ মিনিটে রোনালদোর অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোল করে লিড পাইয়ে দেন করিম বেনজেমা। প্রথম গোলের ঠিক ১২ মিনিটের মাথায় রোনালদোর অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোল করে লিড দ্বিগুণ করেন আবারও বেনজেমা। যাচের ৩৯ মিনিটে রোনালদো নিজেই আঘাত করেন মালমোর জালে। মালমোর দেয়া ফাউলে পাওয়া ফ্রি কিকে এক অসাধারণ স্ট্রাইকে দারুণ করে দলকে আরও একবার এগিয়ে নিয়ে যান তিনি। প্রথমার্ধে আরও বেশ কয়েকবার মালমোর জালে আক্রমণ চালালেও আর কোনো গোল না হলে ৩-০ তে এগিয়ে বিরতিতে যায় রিয়াল। বিরতি থেকে ফিরে ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটে রোনালদো দুর্দান্ত গোল করে দলকে ৪-০ তে লিড পাইয়ে দেন। আনন্দ উদযাপন করতে না করতে এর ৩ মিনিট পর আরও একবার গোল করেন রোনালদো। ম্যাচের ৫০ মিনিটে ব্যক্তিগত হ্যাট-ট্রিক করে দলকে ৫-০ তে এগিয়ে নেন। দল ৫-০ তে এগিয়ে থাকলেও থেমে থাকেননি রোনালদো। ম্যাচের ৫৮ মিনিটে ব্যক্তিগত ৪ নম্বর গোল করে রিয়ালকে ৬-০ তে লিড পাইয়ে দেন রোনালদো। ৬টি গোল খেয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়ে মালমো। নিজেদের গোল খাওয়া থেকে রুখতে চিন্তা করার আগেই ম্যাচের ৭০ মিনিটে কোবাসিসের গোলে ৭-০ তে এগোয় রিয়াল। ঠিক তার ৪ মিনিট পর আবারও গোল করেন বেনজেমা। ব্যক্তিগত হ্যাট-ট্রিক করে দলকে নিয়ে যান ৮-০ তে।৮টি গোল দিয়ে যেন থামে রিয়াল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে আর কোনো গোল না হলে এই বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। প্রসঙ্গত, রিয়াল ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে।

Post a Comment

Previous Post Next Post