নিলামে দাউদের রেস্টুরেন্ট ৪ কোটি ৩৮ লক্ষ রুপিতে বিক্রি

নিলামে দাউদের রেস্টুরেন্ট ৪ কোটি ৩৮ লক্ষ রুপিতে বিক্রি
নিউজ ডেস্কঃ নিলামে ৪ কোটি রুপিতে বিক্রি হল কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের রেস্টুরেন্ট। ‘রওনক আফরোজ’ নামের ওই রেস্টুরেন্ট নিলামে কিনে নেন এক সাংবাদিক। তার নাম ‘এস বালাকৃষনান’। বুধবার মুম্বাইতে রেস্টুরেন্ট নিলাম অনুষ্ঠান হয়। এর আগে দাউদের ৭টি সম্পত্তির নিলাম অনুষ্ঠিত হয়েছিল। খবর পিটিআই,জি,এনডিটিভির। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে দাউদ অভিযুক্ত হয়েছিল। এরপর বাড়িঘর সহায় সম্পত্তি ছেড়ে দাউদ পাকিস্তানে পালিয়ে যায়। প্রসঙ্গত, এর আগেও দাউদের সম্পত্তি নিলামে বিক্রি হয়েছিল। কিন্তু সে সব সম্পত্তির দখল পায়নি খরিদাররা। যারা দাউদের সম্পত্তি কিনেছেন তারা সেখানে পা মাড়াতে যাননি। যদি কেউ তাদেরকে মেরে ফেলে এই ভয়ে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। দাউদের সম্পত্তি যিনি কিনেছেন সেখানে তিনি থাকবেন এবং একটি স্কুল খুলবেন গরিব বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য। দাউদকে তিনি ভয় পান না। পাকিস্তানে থেকে একজন লোক ভয় দেখাবে এটা তিনি মানতে চান না। এ কারণে ৪ কোটি ৩৮ লক্ষ রুপি দিয়ে দাউদের রওনক আফরোজ কিনে নেন ওই এনজিও মালিক ও সাংবাদিক।

Post a Comment

Previous Post Next Post