নাজমুল বারী সোহেলঃ কুলাউড়া উপজেলার রাউৎগাঁওয়ে লংলা রাশীদিয়া শমশেরিয়া হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পাগড়ী প্রদান করা হয়। গত ৯ ডিসেম্বর দুপুর ১২টায় মাদ্রাসা একাডেমী ভবনে পাগড়ী প্রদান করেন যুক্তরাষ্ট্রস্থ নিউজার্সি প্যাটার্সন শাহজালাল লতিফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর নূর। রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনুর সভাপতিত্বে ও মাদ্রসা পরিচালনা কমিটির সম্পাদক হযরত মাওলানা সৈয়দ রকীব আল হেলালীর পরিচালনায় বক্তব্য রাখেন নিউজার্সি প্যাটার্সন প্রবাসী কমিউিনিটি নেতা আলহাজ্ব মোহাম্মদ সাইফর রহমান, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, আলাইন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, ফাউন্ডেশনের সম্পাদক সৈয়দ উমর আলী, মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুর নূর, হাফিজ আব্দুল মতিন, সৈয়দ ইয়াসিন আলী, সৈয়দ আহমদ আলী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সামছুল ইসলাম ও সৈয়দ জমশেদ আলী প্রমূখ। যাদের পাগড়ী প্রদান করা হয়েছে তারা হলেন, হবিগঞ্জের নাসিম নগরের হাফিজ আমিনুল ইসলাম, টিলাগাঁও ইউনিয়নের হাসামপুর গ্রামের হাফিজ মনিরুল ইসলাম, বরমচাল ইউনিয়নের উত্তরভাগের হাফিজ আব্দুল কায়ূম ফাহিম ও কর্মধা ইউপির পূর্ব ফটিগুলি গ্রামের হাফিজ মিজানুর রহমান। অনুষ্ঠানে অতিথিদের রাশীদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় ও পাগড়ী প্রাপ্ত প্রত্যেক ছাত্রকে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।
