২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি এড. নবাব আলী আব্বাস খাঁন সর্বশক্তি দিয়ে কুলাউড়া পৌরসভায় ধানের শীষের প্রার্থী গত দুইবারের নির্বাচিত মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদকে পুনঃরায় নির্বাচিত করার আহবায়ন জানান। তিনি অদ্য ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কুলাউড়া বিএনপির কার্যালয়ে ২০ দলীয় জোটের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১ম ও ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল বারী মাষ্টার ও বিএনপির কেন্দ্রীয় নেতা এড. এ এনএম আবেদ রাজা। বক্তব্য রাখেন এড. খালেদ লাকী, রেদওয়ান খাঁন, উপধ্যক্ষ আব্দুল হান্নান, এমএ মজিদ, রাজানুর রহিম ইফতেখার, জয়নাল আবেদীন খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।- বিজ্ঞপ্তি
