নিউজ ডেস্কঃ আজ ২৭ ডিসেম্বের রবিবার দুপুর ১২ঃ৫০ মিনিটের সময় ভোগতেরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন মোঃ জামাল উদ্দিন আহমেদ বিভাগীয় কমিশনার সিলেট । সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা চেয়ারম্যান জুড়ী, উপজেলা নির্বাহী অফিসার জুড়ী, ভারপাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জুড়ী, ইউনিসেফ এর বিভাগ ও জেলার কর্মকর্তা, এমওডিসি, এমও জুড়ী, ইউনিয়ন চেয়ারম্যান (০৫ নং জায়ফরনগর ইউপি),স্ বাস্থ্য পরিদর্শক জুড়ী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ০৫ নং জায়ফরনগর ইউপি, সিজি সভাপতি ও সদস্য এবং কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপি, পরিবার কল্যাণ সহকারী, স্বাস্থ্য সহকারী, প্রাইভেট সিএসবিএ, সিএইচভি । তিনি ক্লিনিকে কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ক্লিনিকের কার্যক্রম আরো গতিশীল করার জন্য যা প্রয়োজন সহায়তা করবেন বলে আশ্বাস দেন।
