‘পরিচয়পত্রে মিলবে স্মার্টকার্ড’

‘পরিচয়পত্রে মিলবে স্মার্টকার্ড’
নিউজ ডেস্কঃ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দেশে বর্তমানে ৯ কোটি ৬২ লক্ষ মানুষের জাতীয় পরিচয়পত্র রয়েছে। এসব পরিচয়পত্রের বিপরীতে স্মার্টকার্ড বা স্মার্টআইডি দেয়া হবে। এ ব্যবস্থার মাধ্যমে সরকার এবং নাগরিক উভয়ে উপকৃত হবে। সর্বোপরি রাষ্ট্র গতিশীল হবে।’ তিনি বলেন, ‘এই স্মার্টআইডি ব্যবহার করে জনগণ যেন সহজেই সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা খুব স্বল্প সময়ে এবং স্বচ্ছতার সঙ্গে পেতে পারেন সে ব্যবস্থা থাকবে। স্বল্প শিক্ষিত মানুষরাও যাতে সহজেই স্মার্টকার্ড ব্যবহার করতে পারে সেদিকে গুরুত্ব দিয়ে এই ডিজিট সংখ্যাও কমানো হবে।’ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২ দিনব্যাপী ‘১১তম গভর্মেন্ট ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেনটিটি-২০১৫’ সম্মেলনের উদ্বোধনীয় অনুষ্ঠানে তিনে এ কথা বলেন। সকাল সাড়ে ১১টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল  মুহিত। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এশিয়া প্যাসিফিক স্মার্টকার্ড অ্যাসোসিয়েশন (এপিএসসিএ)। আনুষ্ঠানিক উদ্বোধনীয় অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশে ই-আইডি ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এর আগে নবম এবং দশম ফোরাম অনুষ্ঠিত হয় যথাক্রমে হংকং এবং কম্বোডিয়াতে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে ২০০২ সালে। অল্প দিনের মধ্যে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে অনেক উন্নতি করেছে। প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীদ ওয়াজেদ জয়ের পূর্ণাঙ্গ তত্বাবধানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, নিরাপত্তা, শিল্প-বাণিজ্য, কৃষিসহ সবক্ষেত্রে ইলেকট্রনিক্স তথ্যসেবা অল্প সময়ে ও স্বল্প মূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হয়েছে এই সম্মেলন। সেমিনারে আয়োজকরা জানান, ১১তম গভর্মেন্ট ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেনটিটি-২০১৫ এর ২ দিনের আয়োজনে বিভিন্ন বিষয়ে মোট ৮টি সেমিনার হবে। যেখানে নির্বাচন কমিশন, তথ্যপ্রযুক্তি বিভাগ, এপিএসসিএ স্মার্টকার্ডের সুবিধা-অসুবিধা ও এর ভবিষ্যত নিয়ে আলোচনা করবে। এতে অংশ নিচ্ছে ৩০ দেশের ১৫০ জন প্রযুক্তি বিশেষজ্ঞ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সচিব শ্যাম সুন্দর শিকদার, এশিয়া প্যাসিফিক স্মার্ট কার্ড অ্যাসোসিয়েনের (এপিএসসিএ) সভাপতি গ্রেগ পট, ফোরামে বিভিন্ন দেশের স্মার্টকার্ড বা স্মার্টআইডি বিশেষজ্ঞ, এসিএসপিএ এর প্রতিনিধিসহ স্থানীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Post a Comment

Previous Post Next Post