নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভার নির্বাচনে অংশগ্রহনের জন্য সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী তফশীল ঘোষণার পর থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এখন পর্যন্ত মেয়র পদে ২ জন, কাউন্সিলার পদে বর্তমান ৭ জন কাউন্সিলারসহ ২৬জন ও মহিলা কাউন্সিলার পদে বর্তমান কাউন্সিলার একজনসহ ৫জন মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসসুত্রে জানা যায়। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান ও পৌর জাতীয় পার্টির সভাপতি, সাবেক মেম্বার ও সাবেক পৌর কাউন্সিলার (ভারঃ) মোঃ মুহিবুর রহমান লাল মাষ্টার। কাউন্সিলার পদে ১নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলার ইউনুছ মিয়া, জামাল আহমদ, লুকমান আহমদসহ ৩জন, ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার কায়ছার আরিফ, আশরাফ উদ্দিন সাবু, রেজাউল করিম বিপ্লবসহ ৩জন, ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার মনজুরুল আলম চৌধুরী খোকন, আজিজুর রহমানসহ ২জন, ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার তানভীর আহমদ শাওন, ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার শামছুল ইসলাম, সাবেক কাউন্সিলার রফিকুল ইসলাম টিপু, শারমিন আক্তার শিউলী, মুরাদ আহমদসহ ৪জন, ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার জহিরুল ইসলাম খান, আফজল মিয়া, রাসেল আহমদ চৌধুরী, এমএ রওশন, বেলায়েত হোসেন লাভলুসহ ৫জন, ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার শামীম আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলার আব্দুল মতলিব খোকন, মোঃ মোশতাক, মোঃ হারুনুর রশীদ, আব্দুল বারীসহ ৫জন, ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, খন্দকার মুহিবুর রহমান ও ইছরাব আলীসহ ২জন এবং মহিলা কাউন্সিলার আসন-১ (১,২,৩) বর্তমান কাউন্সিলার রাবেয়া বেগম, আসন-২ (৪,৫,৮) রেহানা পারভীন ও আসন-৩ (৬,৭,৯) বেবী বেগম চৌধুরী, সুলতানা বেগম ও দিলারা বেগমসহ মোট ৩৩জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।