কুলাউড়ায় বি করিমকে সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় বি করিমকে সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, পুলিশের সাবেক এআইজিপি সৈয়দ বজলুল করিম বিপিএম বলেছেন আমার চাকুরী জীবনে যেভাবে মানুষের সেবা করেছি, তেমনিভাবে অবসর জীবনে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করে যেতে চাই। তিনি বলেন চাকুরী জীবনে বঙ্গবন্ধুর প্রটেকশন অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করেছি। তেমনিভাবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশ্বস্ততার সাথে রাজনীতি করে মানুষের কল্যান করতে চাই। কুলাউড়া পৌর এলাকার মমরেজপুর, লস্করপুর ও রাজাপুর গ্রামবাসীর পক্ষ থেকে ৩০ নভেম্বর সোমবার তাকে দেয়া সংবর্ধনায় এবং বিশিস্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আব্দুল জব্বার স্মরনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। লস্করপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মমরেজপুর জামে মসজিদের সাবেক সভাপতি হাজী মোঃ হাবিব উল্লার সভাপতিত্বে ও রেজাউর রহমান রাজুর পরিচলনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের এএসপি মোঃ জুনায়েদ আলম সরকার, পৌর কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্টানের আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান উজ্জল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শামছুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক হোসেন মনসুর, কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি নজমুল হক ও সম্পাদক আব্দুর রহিম,ইছরাব আলী, মিজানুর রহমান মিজান প্রমুখ। পরে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেষ্ট প্রদান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Post a Comment

Previous Post Next Post