লা লিগার বর্ষসেরা মেসি

লা লিগার বর্ষসেরা মেসি
স্পোর্টস ডেস্কঃ গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের জন্য নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিককে পেছনে ফেলে এবছরও প্রধান পুরস্কার দুটি ঘরে তুলতে চলেছে কাতালানদের প্রাণভোমরা লিওনেল মেসি। একদিকে ব্যালন ডি অর জয়ের দৌড়ে ইতোমধ্যেই ক্রিস্টিয়ানোকে ছাড়িয়ে যাচ্ছেন মেসি, অপরদিকে চলতি মৌসুম শেষে লা লিগার বর্ষসেরা পুরস্কারটিও এখন মেসির নামের পাশেই অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৪-১৫ মৌসুমে দারুণ পারফরমেন্সের জন্য লা লিগার সেরা খেলোয়াড় হিসেবে বার্ষিক পুরস্কারের তালিকায় মনোনীত হয়েছে বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির নাম। গত সোমবার মেসির নাম ঘোষণার পরই বার্সার এই আর্জেন্টাইন তারকার হাতে তুলে দেয়া হয় পুরস্কারটি। ২৮ বছর বয়সী এই বার্সা তারকা গত সপ্তাহে ‘গোল ৫০’ জয় করেছেন। সেখানেও ক্রিস্টিয়ানো রোনালদোই মেসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। এদিকে লা লিগার সেরা মিডফিল্ডার হিসেবে রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজকে মনোনীত করা হলেও তার পরই শীর্ষস্থান দখল করেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের অ্যান্টোনি গ্রিজম্যান ও বার্সা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। গত মৌসুমের পারফরমেন্সের ভিক্তিতে লা লিগার এবারের সেরা ডিফেন্ডার হিসেবে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের স্প্যানিস তারকা সার্জিও রেমসের নাম। তার পরই শীর্ষস্থানে রয়েছেন জেরার্ড পিকে ও নিকোলাস অটামেন্ডি। এদিকে অভিষেক মৌসুমেই কোচ হিসেবে নিজের ক্লাবকে ট্রেবল জিতিয়ে সবার নজর কেড়েছেন লুইস এনরিকে। আর তারই পুরস্কার স্বরূপ তাকে লা লিগার সেরা কোচ হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি ২০১৪-১৫ মৌসুম শেষে এবারের লা লিগায় বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন বার্সার চিলিয়ান গোলরক্ষক ক্লাউডিও ব্রাভো। অপরদিকে লুইস সুয়ারেজ ও জেমস রদ্রিগেজকে পেছনে ফেলে এবারের লা লিগায় দক্ষিণ আমেরিকার বর্ষসেরা খেলোয়ার মনোনীত হয়েছেন বার্সার ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। পাশাপাশি ভেলেন্সিয়ার মিডফিল্ডার সোফিয়ান ফেগহোলিকে আফ্রিকার সেরা খেলোয়ার ঘোষণা করেছে লা লিগা কর্তৃপক্ষ। এদিকে মাঠের প্রতিযোগিতায় যেটুকুই হোক, ভক্তদের পছন্দের জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের হিসেবে অনুযায়ী লা লিগায় এবারের সেরা ফেনস প্লেয়ার হিসেবে মনোনীত হয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

এবারের লা লিগায় বিভিন্ন ফরমেটে বর্ষসেরাদের নামের তালিকা নিচে দেয়া হলোঃ
  • সেরা গোলরক্ষক: ক্লাউদিও ব্রাভো (বার্সেলোনা)
  • সেরা ডিফেন্ডার: সার্জিও রেমস (রিয়াল মাদ্রিদ)
  • সেরা মিড ফিল্ডার: জেমস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ)
  • সেরা ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা)
  • সেরা কোচ: লুইস এনরিকে (বার্সেলোনা)
  • সেরা আফ্রিকান: সোফিয়ান ফেগহোলি (ভ্যালেন্সিয়া)
  • সেরা দক্ষিণ আমেরিকান: নেইমার (বার্সেলোনা)
  • সেরা ফ্যান প্লেয়ার: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
  • সেরা খেলোয়ার: লিওনেল মেসি (বার্সেলোনা)

Post a Comment

Previous Post Next Post