কুলাউড়ায় আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার

কুলাউড়ায় আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার
তারেক হাসান: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য শফি আলম ইউনুছকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল ২৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় কুলাউড়ার একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনুছকে দল থেকে সাময়িক বহিষ্কারের ঘোষণা করেন।  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রিয় কৃষকলীগের উপদেষ্ঠা আব্দুল মুনিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, সিলেট আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মিফতাহুল হোসেন সুইট, কুলাউড়া পৌরসভার আওয়ামীলীগ মনোনীত মেয়র পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সফি আহমদ সলমান।  এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষকলীগ নেতা মোঃ আব্দুল কাইয়ুম, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ শাহাজাহান এবং কুলউড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post