কুলাউড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সলমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কুলাউড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সলমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা
নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শফি আহমদ সলমান শুক্রবার কুলাউড়া ডাকবাংলো মাঠে এক জনসভায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। নির্বাচণী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু আহবাব চৌধুরী শাহজাহানের সভাপতিত্বে এবং সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম ছামাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সাবেক এ্আইজিপি সৈয়দ বজলুল করিম, ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, শ্রমিক লীগের সভাপতি সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান রনি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে, সেই ধারার প্রতিক নৌকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বজয়ী করে সেই উন্নয়নের ধারায় অংশগ্রহণের জন্য তিনি কুলাউড়া পৌরবাসীকে আহ্বান জানান। আগামী ৩০ ডিসেম্বর কুলাউড়ার পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগে নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে। নৌকার প্রার্থীকে বিজয়ী করলে তার পাশে থেকে উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করবো।

Post a Comment

Previous Post Next Post