স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার কুলাউড়ায় উদযাপিত হয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ঈদে মিলাদুন্নবী । কুলাউড়া আঞ্জুমানে তালামীয ও তার অঙ্গসংগঠন এই দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, মিলাদ মাহফিল, মোনাজাত এবং ধর্মীয় শোভাযাত্রা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী শুক্রবার ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো কুলাউড়ায়ও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
