কুলাউড়ায় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মতবিনিময়

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মতবিনিময়
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন শুক্রবার ২৫ ডিসেম্বর কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। স্থানীয় একটি অভিজাত হোটেলে মতবিনিময়কালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, সাংবাদিকদের সাথে রাজনীতিবিদদের একটা সুসম্পর্ক সবসময় ছিলো। কিন্তু সেই মধুর সম্পর্ক মাঝে মাঝে কষ্টেরও হয়ে যায়। বাংলাদেশের সকল সংকটকালীন সময়ে এই দেশের ছাত্রসমাজ বিশেষ করে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গোটা দেশে ছাত্রলীগ অনেক ভালো কাজ করে। সেই ভালো কাজগুলো তুলে ধরা, তাছাড়া ছাত্রলীগের ভুলত্রটিগুলো শুধরিয়ে গঠনমুলক সমালোচনার আহ্বান জানান। কুলাউড়া, জুড়ীসহ দেশে যেসব স্থানে ছাত্রলীগের মধ্যে মতবিরোধ রয়েছে অচিরেই তার অবসান ঘটিয়ে সঠিক ছাত্র নেতৃত্ব গড়ে তোলা হবে। বৃহত্তর কুলাউড়ার একজন সন্তান হিসেবে তিনি কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় করেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন কুলাউড়ার আরেক কৃতি সন্তান সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম ছামাদ। এসময় জালালাবাদ প্রতিনিধি এম শাকিল রশীদ চৌধুরী, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ক্রইম রিপোর্টাসী এসোসিয়েশনের সভাপতি এম মছব্বির আলী, প্রেসক্লাব সহ-সভাপতি ময়নুল হক পবন, খালেদ পারভেজ বখস, মো মোক্তাদির হোসেন, বিশ্বজিত দাসসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মতবিনিময়কালে ছাত্রলীগের সিলেট মহানগর, মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post