কুলাউড়ায় বিএনপি প্রার্থী জুনেদের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টার: কুলাউড়া পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ  করেছেন বিএনপি দলীয় প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ। রোববার ২০ ডিসেম্বর বিকেলে তিনি কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই উদ্বেগ প্রকাশ করেন।বিএনপি প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ সাংবাদিকদের জানান, কুলাউড়ায় পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপি’র মধ্যে কোনমতবিরোধ নেই। নির্বাচনের আগে দলীয় কোন্দল থাকলেও নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপি তথা ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করছেন। ইতোমধ্যে দু’গ্রুপ একত্রিত হয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটিও করেছেন। যাতে অ্যাডভোকেট খালেদ লাকিকে আহ্বায়ক ও রেদওয়ান খানকে সদস্য সচিব করা হয়েছে। বিএনপি প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ অভিযোগ করেন, প্রতিদিনই ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লংঘন করে মিছিল করছেন। হাতি দিয়েও মিছিল
করেছেন। আগে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তিনি কুলাউড়া থানার ওসি’র বিরুদ্ধে সিইসি’র কাছে লিখিত অভিযোগ করেছিলেন। আজ রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী আচরণ বিধি লংঘনের লিখিত অভিযোগ করবেন। যেভাবে নির্বাচনী আচরণবিধি লংঘিত হচ্ছে তাতে প্রশাসন কোন প্রতিকার করছেনা। ফলে তিনি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশংকা প্রকাশ করছেন। বিএনপি প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ জানান, নির্বাচন নিয়ে তাঁর ভোটারদের জন্য আলাদা কোন প্রতিশ্রুতি নেই। চলমান উন্নয়নের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহের বিশেষ ব্যবস্থা করবেন।

Post a Comment

Previous Post Next Post