সহযোদ্ধা সংবাদকর্মীদের সহযোগিতাচাইলেন মেয়র প্রার্থী সলমান

স্টাফ রিপোর্টারঃ  আসন্ন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভ নির্বাচনে কুলাউড়া উপজেলায় আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম সফি আহমদ সলমান স্থানীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছেন। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ সহযোগিতা চাইলেন। এ সময় তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মেয়র নির্বাচিত হলে হতদরিদ্রদের কর মওকুফ, রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, হকারদের পুনর্বাসন, ড্রেন নির্মাণ, গ্যাস সংযোগ, বিশুদ্ধ পানি সরবরাহ, পার্ক নির্মাণ, ইভটিজিং, মাদক ও সন্ত্রাস প্রতিরোধসহ দাতা সংস্থার সহযোগিতায় মাস্টারপ্লান করে কুলাউড়া পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলবেন। তিনি একজন সক্রিয় গণমাধ্যম কর্মী হিসেবে তাকে বিজয়ী করতে কুলাউড়ার সকল সংবাদকর্মীদের সহযোগিতা চান। সংবাদ সম্মেলনে কুলাউড়ার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post