শ্রেণিকক্ষ আকর্ষণীয় না হওয়ায় বিমুখ হচ্ছে শিক্ষার্থীরা - শিক্ষামন্ত্রী

শ্রেণিকক্ষ আকর্ষণীয় না হওয়ায় বিমুখ হচ্ছে শিক্ষার্থীরা - শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্কঃ শ্রেণিকক্ষগুলো আকর্ষণীয় করে তুলতে না পারায় বেশিরভাগ শিক্ষার্থী ক্লাস বিমুখ হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার রাজধানীর মিরপুর বাঙলা কলেজে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকদের সমাজের সর্বোচ্চ সম্মান দিতে না পারলে নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা সম্ভব হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ মো. ইমাম হোসেন। অনুষ্ঠানে শিক্ষকদের ইন হাউজ আইসিটি ট্রেনিং কোর্সের সনদ প্রদান, কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান ও ওয়াই-ফাই জোনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post