নীরবের দুর্ঘটনা: স্যুয়ারেজ লাইনের মুখ খোলা নিয়ে বিতর্ক

নীরবের দুর্ঘটনা: স্যুয়ারেজ লাইনের মুখ খোলা নিয়ে বিতর্ক
নিউজ ডেস্কঃ নীরবের দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন ওঠে স্যুয়ারেজ লাইনের মুখ খোলা নিয়ে। স্থানীয়রা বলছে তাদের অভিযোগ শোনার যেন কেউই নেই। এর মাধ্যমে স্থানীয় শিল্প কারখানার বর্জ্য নিষ্কাশন হলেও শিল্প মালিক সমিতি বলছে দায় এড়াতে পারবে না ইউনিয়ন পরিষদ। আর তারা বলেছেন এই স্যুয়ারেজ লাইনের দায়িত্ব মালিক সমিতির। তবে দোষী যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস স্থানীয় এমপির। নীরবের দুর্ঘটনার পরে স্ল্যাব দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে স্যুয়ারেজ লাইনের মুখটি। শিশুটির পরিবারকে দেয়া হচ্ছে নানা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি। কিন্তু তাতে কি আসলে মায়ের কোলে ফিরিয়ে এনে দেয়া যাবে শিশুটিকে? দুর্ঘটনাস্থল থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে বুড়িগঙ্গায় উদ্ধার হয় নীরবের নিথর দেহ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই মৃত্যুর দায় এখন কার? বছর খানেক আগে স্থানীয় শিল্পাঞ্চলের বর্জ্য অপসারণের জন্য মূল স্যুয়ারেজ লাইনের সঙ্গে যুক্ত করা হয় এই লাইনটি। শুরুর দিকে এটিতে ঢাকনা থাকলেও বেশ কিছুদিন ধরেই খালি ছিল মুখটি। এলাকাবাসীর অভিযোগ বার বার বলেও কোনো সুরাহা করা যায়নি। এদিকে ইউনিয়ন কাউন্সিল বলছে তাদের না জানিয়েই তৈরি করা হয় সুয়ারেজের এই লাইন, যা রক্ষণাবেক্ষণও করত শিল্প মালিক সমিতি। আর মালিক সমিতিরও পাল্টা অভিযোগ ইউপির দিকে। তবে বিষয়টি নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না করে দায়ীদের শাস্তির আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের।

Post a Comment

Previous Post Next Post