১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে প্রচারণা নয়: ইসি

১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে প্রচারণা নয়: ইসি
নিউজ ডেস্কঃ আসন্ন পৌর নির্বাচনে ১৪ ডিসেম্বরের আগে কোনো প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু দলীয় মেয়র প্রার্থীদের ক্ষেত্রে যেহেতু প্রতীক আগে থেকেই নির্দিষ্ট সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে তার কোনও সদুত্তর আসেনি কমিশনের কাছ থেকে। তবে পর্যবেক্ষকরা বলছেন, এক্ষেত্রে স্বতন্ত্র মেয়র প্রার্থীরা কিছুটা বঞ্চিত হলেও স্থানীয় নির্বাচনে এটা বড় কোনো সমস্যা হবে না। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ১৪ই ডিসেম্বর। তাই প্রতীক ছাড়াই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। কিন্তু যারা দলীয় প্রার্থী, তারা এক্ষেত্রে কিছুটা এগিয়ে। কারণ তাদের প্রতীক আগে থেকেই নির্ধারিত। তবে নির্বাচন কমিশন বলছে, আইন অনুযায়ী কোনও প্রার্থীই বরাদ্দের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বলেন, 'স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক পাওয়ার আগে দলীয় প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণায় নামলে এক ধরনের বৈষম্য সৃষ্টি হতে পারে। কমিশন বিষয়টি বিবেচনা করেছেন, তাই ১৪ তারিখের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালানো যাবে না।' কিন্তু প্রতীকসহ দলীয় প্রার্থীরা এসময়টাতে প্রচারণা না চালালেও ভোটারদের কাছে প্রতীক চেনানোর ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে দলীয় মনোনীতরা ৫ দিন সময় বেশি পাচ্ছেন। এ ব্যাপারে লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে তার সদুত্তর নেই নির্বাচন কমিশনের এই কর্মকর্তার কাছে। এর জবাবে সিরাজুল ইসলাম বলেন, 'নিবন্ধিত দলগুলোর যেহেতু নির্ধারিত প্রতীক আছে তাই তারা প্রতীকের কথা বলতে পারবে। প্রতীকের কথা বলা থেকে বিরত রাখা যাবে এটা বাস্তব কথা নয়। আমাদেরকে বাস্তবতা মেনে নিতে হবে। তবে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন তার তো ব্যক্তি পরিচয় রয়েছে।' বিশ্লেষকরাও বলছেন, এক্ষেত্রে দলীয় প্রার্থীরা প্রতীক নিয়ে কিছুটা এগিয়ে থাকলেও স্থানীয় নির্বাচনে ব্যক্তিগত ভাবমূর্তিটাই মুখ্য ব্যাপার। তারা বলছেন, আপাতত দৃষ্টিতে বৈষম্য মনে হলেও স্থানীয় নির্বাচন হওয়ায় প্রার্থীরা সবার কাছে পরিচিত। স্থানীয় সরকার বিশেষজ্ঞ হোসেন জিল্লুর রহমান বলেন, 'লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে এটা ঠিক নয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের জোরালো কোনো অবস্থান থাকলে এটা বড় সমস্যা হওয়ার কথা নয়।' আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে আগামী ১৩ই ডিসেম্বর শেষ হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ১৪ই ডিসেম্বর।

Post a Comment

Previous Post Next Post