স্টাফ রিপোর্টারঃ নিয়ন্ত্রণ কক্ষে ইঁদুর ঢুকে ব্রেকার বিকল হয়ে যাওয়ায় ২০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিলেন কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের গ্রাহকরা। বুধবার রাতে এ ঘটনাটি ঘটলে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্ধকার ছিলো পুরো উপজেলা। কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের কন্ট্রোল রুম থেকে ইসলামগঞ্জ, ব্রাহ্মণবাজার ও কুলাউড়া শহর এই তিনটি ফিডারের অধীনে প্রায় ১৮ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বুধবার রাত ৯টার দিকে নিয়ন্ত্রণ কক্ষের ড্রেন দিয়ে ইঁদুর ঢুকে শর্ট সার্কিট একটি ফিডারের ব্রেকার পুড়ে যায়। এসময় বাকি দুটি ফিডারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওইসময় থেকে বিদ্যুতহীন হয়ে পড়েন তিনটি ফিডারের গ্রাহকরা। আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েন। এ ঘটনায় পার্শ্ববর্তী জুড়ী উপজেলার গ্রাহকরাও বেশ কয়েক ঘণ্টা বিদ্যুতহীন ছিলেন। নাম প্রকাশ করার শর্তে কয়েকজন কর্মচারী জানান নিয়ন্ত্রণ কক্ষের ড্রেনটি সুরক্ষিত না থাকায় প্রায়ই ইঁদুর ওই রুমে ঢুকে যায়। এতে ফিডারের সাথে সংযুক্ত বিদ্যুতের লাইনে সর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান ইঁদুর ঢুকে ব্রেকার পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ব্রেকারের কাজ করে সকালে বিদ্যুৎ সরবরাহ চালু করা পর হঠাৎ আবার সর্ট সার্কিট হয়ে ব্রেকারসহ পার্শ্ববর্তী বিদ্যুৎ সঞ্চালন লাইন পুড়ে যায়। তিনি আরও বলেন বৃহস্পতিবার সকালে আলালপুর স্কুল চৌমুহনাস্থ একটি বাড়িতে সুপারি গাছ কাটার সময় গাছগুলো লাইনের উপর পড়ে গিয়ে দু’টি লাইন একত্রিত হয়ে যাওয়ায় সকালে এ ঘটনাটি ঘটে।
