তারেক হাসানঃ বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরচিালনা কমিটির সমন্বয়কারী কর্ণেল কানিজ ফাতেমা বলেছেন দলের সার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আমি প্রতিশ্র“তি দিচ্ছি দলীয় প্রার্থী একেএম সফি আহমদ সলমান বিজয়ী হলে কাঙ্খিত বরাদ্দ আসবে এবং পৌরসভার উন্নয়ন হবে। গতকাল ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা রেষ্ট হাউজ প্রাঙ্গনে উপস্থিত দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্টানে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম বিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভূকশীমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার নৌকা প্রতিকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক আসম কামরুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দরা শহরে গণ-সংযোগ করেন।
