নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জে চিনি ও চিটাগুড় দিয়ে ভেজাল খেজুর গুড় উৎপাদনের অভিযোগে ভ্রাম্যামাণ আদালত জাকির হোসেন নামের এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেজাল খেজুরগুড় উৎপাদনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত শহরের চাপালী কৃষি অফিসের পিছনের দিকে একটি কারাখানায় অভিযান চালায়। এ সময় চিনি, চিটাগুড়সহ অন্যান্য সামগ্রী দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধের প্রমাণ পাওয়ায় ওই কারখানার মালিককে জরিমানা করা হয়। তিনি চাপালী গ্রামের আক্কাস আলীন ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানোয়ার হোসেন মোল্লা জানান, চিনিসহ বিভিন্ন উপকরণ দিয়ে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জাকির হোসেন নামের কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভেজালগুড় জব্দ করে তা ধ্বংস করা হয়।
