কুলাউড়ায় পৌরসভার প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

কুলাউড়ায় পৌরসভার প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌরসভা নির্বাচনের প্রার্থী ও সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সভা ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম, সহাকারি রিটার্নিং অফিসার মোঃ জিল্লুর রহমান। আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এ কে এম সফি আহমদ সলমান, বিএনপি’র মেয়রপ্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ, স্বতন্ত্র মেয়রপ্রার্থী আলহাজ্ব শফি আলম ইউনুছ এবং কাউন্সিলার প্রার্থীরা। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য প্রার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এনিয়ে কোন সংশয় প্রকাশ না করার জন্য প্রার্থীদের বলেন।

Post a Comment

Previous Post Next Post