নিউজ ডেস্কঃ বিএনপির সেনা মোতায়েনের দাবি নাকচ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না।’মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়ে দেন।এর আগে, বিকালে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে তারা জানান, দাবি করা হয়েছে সেনা মোতায়েনের। কিন্তু সিইসি তা নাকচ করে দিলেন।
