স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ। ৫ দলের এই টুর্নামেন্টে পাকিস্তানের ১৩৭ ও ১৭১ জন বিদেশি ক্রিকেটার অংশ নিয়েছেন খেলোয়াড়দের লটারিতে। প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড এই ৩ ক্যাটাগরির খেলোয়াড়দের ইতিমধ্যেই প্রথম দিনের লটারি শেষ হয়েছে। জেনে নিন এই ৩ ক্যাটাগরির খেলোয়াড়রা যে দলে যারা।
প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড ক্যাটাগরিতে যে দলে যারা:
- ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল হক, সামুয়েল বাদরি, মোহাম্মদ ইরফান, ব্রাড হাডিন, শারজিল খান, মোহাম্মদ সামি ও খালিদ লতিফ
- করাচি কিংস: শোয়েব মালিক, সাকিব আল হাসান, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডল সিমন্স, মোহাম্মদ আমির, বিলাওয়াল ভাট্টি ও জেমস ভিন্স
- পেশোয়ার জালমি: শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, তামিম ইকবাল, জুনাইদ খান ও জিম আলেনবি
- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কেভিন পিটারসেন, শরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনওয়ার আলী, জ্যাসন হোল্ডার, লুক রাইট, জুলফিকার বাবর, উমর গুল ও এল্টন চিগুম্বুরা
- লাহোর কালান্ডার্স: ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ওমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়াইব মাকসুদ, মুস্তাফিজুর রহমান, কেভন কুপার ও ক্যামেরন দেলপোর্ট
প্রসঙ্গত, টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি।
