মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
নিউজ ডেস্কঃ শীতের তীব্রতা বাড়ছে। গত সপ্তাহের শেষের দিকে ঢাকায় বৃষ্টির পর রাজধানীতেও দেখা দেয় শীতের প্রকোপ। এছাড়া শীতের প্রভাব বেড়েছে সারাদেশই। এদিকে মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা‍ রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে ২০ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। হারুনুর রশিদ বলেন, ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই তীব্রতার কারণে শ্রীমঙ্গল উপজেলার ৪৪টি চা বাগানের শ্রমিকদের দুর্ভোগ আরও বেড়েছে। রেলস্টেশন প্লাটফর্মে রাতকাটানো গৃহহীন মানুষসহ নিম্ন আয়ের লোকদের জীবনযাত্রা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে।

Post a Comment

Previous Post Next Post