তারেক হাসান: কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনুছের ৪ জন কর্মীকে জরিমানা করা হয়েছে। ২২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তাদের পৌর এলাকার সাদেকপুর থেকে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে শো-ডাউন করার সময় হাতেনাতে আটক করে এ সময় বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের জনপ্রতি ৫হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আখন্দ ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান।
