স্টাফ রিপোর্টার: কুলাউড়া পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে স্বামীর বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন স্ত্রী। তারা পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তারা দুজনই দিন-রাত চালাচ্ছেন বিরামহীন প্রচারণা। স্ত্রী শারমিন আক্তার শিউলি বলেন, ‘আমার স্বামী দুবার কাউন্সিলর পদে ও একবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। তাই এবার আমি নিজেই প্রার্থী হয়েছি, স্বামীও প্রার্থী হয়েছেন। আমার বিশ্বাস, ভোটাররা মূল্যায়ন করে আমাকে কাউন্সিলর করবেন।’ স্বামী মুরাদ আহমদ বলেন, ‘আমি জোর প্রচার চালাচ্ছি। এবার আর কেউ নয়, এ ওয়ার্ডে আমিই বিজয়ী হব।’ উল্লেখ্য, ৫ নং ওয়ার্ডে ৭ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম টিপু ও ব্যবসায়ী বদরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন ৫ প্রার্থী থাকায় শেষমেশ স্বামী-স্ত্রীর মধ্যে যে কেউ চমক দেখাতে পারেন।
