এম শাহবান রশীদ চৌধুরী: মৌলভীবাজার জেলার ৩টি পৌরসভায় মেয়র প্রার্থী হয়েছে ৩ জন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি জনগণের দ্বার প্রান্তে, সেবা ও সার্বিক উন্নয়নে তারা প্রার্থী হয়েছেন। নির্বাচনে জয়ী হতে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কুলাউড়া পৌরসভা থেকে সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম শফি আহমদ সলমান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে এখন চষে বেড়াচ্ছেন। কমলগঞ্জ পৌরসভা থেকে দৈনিক আমাদের অর্থনীতি কমলগঞ্জ প্রতিনিধি ও সাপ্তাহিক কমলগঞ্জে কাগজ পত্রিকার সম্পাদক মোঃ জুয়েল আহমেদ ও অন্যদিকে মৌলভীবাজার পৌরসভার ওয়ার্কার্স পার্টি থেকে মনোনয়ন প্রাপ্ত সৌমিত্র দেব (টিটু) হাতুড়ী মার্কা প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হয়েছে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার সাবেক সহকারী সম্পাদক ছিলেন। বর্তমানে রেডটাইমবিডি টুয়েন্টি ফোর ডট কম এর প্রধান সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। মেয়র পদে ৩ জন প্রার্থীরা গণ-সংযোগ প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকলই শতভাগ আশাবাদী নির্বাচনে জয় লাভ করবেন।
