স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (কুলাউড়া ও জুড়ীর একাংশ) পরিচালক পদে নির্বাচন আগামী ২১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ১৪ ও ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয় এবং ১৭ ডিসেম্বর প্রার্থীরা তা জমা দিতে পারবেন। কুলাউড়া উপজেলা এবং জুড়ীর ৪টি ইউনিয়ন ফুলতলা, সাগরনাল, গোয়ালবাড়ী ও জায়ফরনগর এলাকার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা ভোটের মাধ্যমে তাদের পরিচালক নির্বাচিত করবেন। জানা গেছে, এ অঞ্চলে পরিচালক পদে বর্তমান পরিচালক আবদুল গফুর চৌধুরী ও মাহতাব ছায়েরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুর রহমান কবির প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে লক্ষ্যে তারা আগাম প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
