আজ থেকে শুরু হচ্ছে শচিন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের নেতৃত্বে আয়োজিত ক্রিকেট অল স্টারস টুর্নামেন্ট

আজ থেকে শুরু হচ্ছে শচিন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের নেতৃত্বে আয়োজিত ক্রিকেট অল স্টারস টুর্নামেন্ট
আমিন জাহানঃ পুরো ক্রিকেট বিশ্বে এখন তুমুল আলোচিত শচিন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের নেতৃত্বে আয়োজিত ক্রিকেট অল স্টারস টুর্নামেন্ট। শচিনের দলের নাম দেওয়া হয়েছে শচিন’স ব্লাস্টার এবং শেন ওয়ার্নের দলের নাম ওয়ার্ন’স ওয়ারিয়রস। চলতি বছরের ফেব্রুয়ারি – মার্চ থেকে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে আলোচনা শেষে অবশেষে আজ ৭ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের প্রাক্কালে একই ফ্রেমে হাজির হন ক্রিকেট বিশ্বের সকল কিংবদন্তীরা। আমেরিকার তিনটি শহর নিউ ইয়র্ক, হিউস্টন ও লস অ্যাঞ্জেলসে টুর্নামেন্টের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯ ও ১৪ নভেম্বরে। এই টুর্নামেন্টকে সামনে রেখেই তাড়াহুড়ো করে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বীরেন্দ্র শেবাগ, নিজের দপ্তরের চেয়ার ছেড়ে আবার মাঠে নামছেন সৌরভ গাঙ্গুলি, অবসর নিয়েও আবার খেলবেন ড্যানিয়েল ভেট্টোরি মতো ক্রিকেটাররা। সাথে আছেন ওয়াসিম আকরাম, জন্টি রোডস, ল্যান্স ক্লুজনারের মতো কিংবদন্তিরা। এদের মধ্যে কেউ কেউ খেলবেন একই দলে আবার কেউ খেলবেন বিপক্ষে। কিন্তু এটি একটি জমজমাট আসর হবে সেটা নিঃসন্দেহে বলা যায়। একই দলে খেলা নিশ্চিত হয়েছে শচিন টেন্ডুলকার ও ব্রায়ান লারার। লটারির মাধ্যমে সকল ক্রিকেটারদের দল নিশ্চিত করা হয়েছে। গত বৃহস্পতিবার নিউইয়র্কের টাইম স্কয়ারে এই লটারি অনুষ্ঠিত হয়। লটারি করা হলেও বেশ কাকতালীয় ভাবেই শচিন তার দলে ভারতীয় ক্রিকেটার এবং ওয়ার্ন তার দলে অস্ট্রেলিয়ার ক্রিকেটার বেশি পেয়েছে। লটারি কে শুরু করবেন সেটা ঠিক করতে শোয়েব আখতার পয়সা দিয়ে টস করেন। টসে ওয়ার্ন হেড বললেও প্রথমে টেল ওঠে যার ফলে শচিন বেশ নির্ভার ভাবে লটারি শুরু করেন। দল নির্ধারণ শেষ, এবার অপেক্ষা ম্যাচ গড়ানোর। এক সাথে একই মাঠে এত কিংবদন্তি দেখার জন্য উদগ্রীব হয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। খেলা শুরু হবে রাত ১০ টায় (চ্যানেল - স্টার স্পোর্টস) শচিন’স ব্লাস্টার্স: শচিন টেন্ডুলকার (অধিনায়ক), ভিভিএস লক্ষণ, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেবাগ, ব্রায়ান লারা, মাহেলা জয়বর্ধনে, কার্ল হুপার, শন পোলক, মঈন খান, গ্রায়াম সোয়ান, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন, শোয়েব আখতার, কার্টলি অ্যামব্রোস। ওয়ার্ন’স ওয়ারিয়রসঃ শেন ওয়ার্ন (অধিনায়ক), ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাইকেল ভন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু সাইমন্ডস, জন্টি রোডস, সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরাম, ড্যানিয়েল ভেট্টরি, কোর্টনি ওয়ালস, অ্যালান ডোনাল্ড, অজিত আগারকার।

Post a Comment

Previous Post Next Post