মোহাইমিনুল ইসলাম মাহিনঃ সোস্যাল কেয়ার অব নেশনের ২০১৫-১৬ ইং সালের কমিঠি গঠিত। নব গঠিত কমিঠির সভাপতি জামিল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জ্বল, সহ সম্পাদক খায়রুল কবির জাফর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আনিসুল ইসলাম ও প্রচার সম্পাদক রাফে আবু রাযিন। সিনিয়র সদস্য- মোহাইমিনুল ইসলাম মাহিন, সোহেল আহমদ, সাঈদ খান শাওন, ফযলে রাব্বি চৌঃ, এনায়েত মাহমুদ মাহি ও সফি আহমেদ। এছাড়াও নতুন সদস্যবৃন্দ হলেন আবু রোম্মান চৌঃ, আসিকুল ইসলাম বাবু, সৈয়দ আজিজুল ইসলাম, আমিন জাহান, নাঈদ খান নয়ন, শফিকুল ইসলাম আরিফ, আব্দুল মুনিম সাজেদ ও রিচার্ড লামিন।
