বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের প্রশংসায় রিচার্ডসন

বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের প্রশংসায় রিচার্ডসন
স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় দলকে হারিয়েছে বাংলাদেশ। তাই টাইগারদের পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি আগামীতে বড় ইভেন্টগুলোতেও এই সাফল্য টাইগাররা ধরে রাখবে বলে আশা করেছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করেছে আইসিসি'র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই আশা ব্যক্ত করেন। রিচার্ডসন বলেন, ‘আইসিসির আন্তর্জাতিক যে কোনো ইভেন্টের আগে আমরা আয়োজক দেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখি। আমরা বেশ কিছু হাইকমিশন থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়েছি। বিসিবিও তাদের নিরাপত্তা পরিকল্পনা আমাদের দেখিয়েছে। এছাড়া আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গেও বৈঠক করবো।' তিনি বলেন, ‘নিজেদের মাটিতে বাংলাদেশ খুবই ভালো ক্রিকেট খেলছে। এটা প্রশংসনীয়। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট একটি আবেগ ও উৎসাহের বিষয়। আশা করছি আগামীতে আইসিসি'র ইভেন্টগুলোতেও এই সাফল্য তারা ধরে রাখতে পারবে।’ এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস, আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে বিসিবির নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হবে আইসিসি। নিরাপত্তা যাচাই করে আগামী শনিবার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে আইসিসি প্রতিনিধি দলের। প্রসঙ্গত, নিরাপত্তা ইস্যুতে হঠাৎ করেই অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকার নারীদের বাংলাদেশ সফর বাতিল করায়, শঙ্কা ছিল আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে। গত মাসে আইসিসির সভায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন নিয়ে সকল ঘোর কাটে। তারই ধারাবাহিকতায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে বুধবার বিসিবির নিরাপত্তা পরিকল্পনা ও নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে বাংলাদেশ এসেছে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল।

Post a Comment

Previous Post Next Post