মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে। রোববার (১৫ নভেম্বর) সকালে ঘন্টাব্যাপী মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুর্খে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিভিশন দেব সভাপতিত্বে ও ডাঃ গীতা দত্ত তন্নীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃমিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো: সাইদুর রহমান, ডাঃ জিয়াউল হক মামুন, ডাঃ হারুনুর রশিদ, ডাঃমোঃ মোর্শেদ রাজা, ডাঃউচ্ছাস দাস, প্রমুখ। বক্তারা বলেন, সরকার যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমারা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। আমাদেরকে উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা আমাদের নায্য অধিকার।
