নাজমুল বারী সোহেলঃ দীর্ঘ দিন ধরে অস্থায়ীভাবে স্থানীয় একটি স্কুলের টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে কুলাউড়া উপজেলার সৈয়দপুরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা। ভবন নির্মাণের উদ্যোগ নেই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২০০০ সালে শুরু হয় কুলাউড়া উপজেলার সৈয়দপুরে কমিউনিটি ক্লিনিক ভবনের নির্মাণ কাজ। সম্পূর্ণ কাজ শেষ না করেই ১৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পরে আছে এ ভবনটি। স্থানীয়দের অভিযোগ, নানা অনিয়মের পাশাপাশি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় নির্মানাধীন ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। খসে পড়ছে ইটের গাথুনি। ক্লিনিকের কাজ সম্পূর্ন না হওয়ায় স্বাস্থ্যসেবা চলছে স্থানীয় শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে টয়লেটের পাশের একটি কক্ষে। নোঙরা পরিবেশে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। শুধু রোগী নয় চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদেরও পড়তে হচ্ছে একই অবস্থায় । তবে কী কারণে এ কমিউনিটি ক্লিনিক ভবনের নির্মান কাজ বন্ধ রয়েছে, সেই বিষয়ে কথা বলতে রাজী হননি মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এএফএম আনিছুর রহমান। দ্রুত কমিউনিটি ক্লিনিক ভবনের নির্মান কাজ শেষ করে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। সুত্রঃ দেশ টিভি
