প্যারিসে হামলার জেরে কানাডায় মসজিদে আগুন

প্যারিসে হামলার জেরে কানাডায় মসজিদে আগুন
অনলাইন ডেস্কঃ প্যারিসের সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই কানাডার একটি মসজিদে উদ্দেশ্যমূলকভাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুন দেয়া হয়। কানাডার কেন্দ্রীয় ওনটারির প্রদেশের ওটোনাবি নদীর পাড়ে পিটারবোরো নগরীর মসজিদ আস-সালামে এই আগুন দেয়া হয়। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। মসজিদ আস-সালামে কেন আগুন দেয়া হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা বের করার জন্য তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এ দিকে, স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, মসজিদ মেরামতে ৮০ হাজার ডলার লাগবে বলে মনে করা হচ্ছে। এ জন্য চাঁদা এবং দান সংগ্রহ করছেন স্থানীয় মুসলমানরা। নগরীর মেয়র এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিদ্বেষের কারণে যদি মসজিদে আগুন দেয়া হয়ে থাকে তবে তার সঙ্গে কানাডার সাধারণ মানুষের কোনো যোগসূত্র নেই।

Post a Comment

Previous Post Next Post