শোয়েব মালিকের টেস্ট থেকে অবসর নেয়ার ঘোষণা!

শোয়েব মালিকের টেস্ট থেকে অবসর নেয়ার ঘোষণা!
স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। তবে খেলবেন সংক্ষিপ্ত সংস্করণে। মঙ্গলবার শারজায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় এ ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এ খেলোয়াড়। শারজায় ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের সেরা বোলিং করে ৩৩ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। ৫ বছর পর দলে ফিরে চমক দিয়েই শুরু করলেন শোয়েব মালিক। ২৪৫ রানের ঝকঝকে ইনিংস খেললেন দলের জন্য।  পরিবারকে সময় আর তরুণদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন। সবচেয়ে বড় লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ খেলা। ৩৫ টেস্টের ক্যারিয়ারে ৩৫ দশমিক ১৪ গড়ে ১ হাজার ৮শ’ ৯৮ রান করেছেন। আছে ২৯ উইকেটও। অবশ্য উইকেট বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে। প্রথম ইনিংসে তার বোলিংয়েই পাকিস্তান ইংল্যান্ডকে ৩০৬ রানে আটকে রাখে। মোহাম্মদ হাফিজের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ৭২ রানের ঘাটতি পুষিয়ে এরই মধ্যে ৭৪ রানের লিড নিয়েছে পাকিস্তান। ৩ উইকেটে ১৪৬ রানে দিন শেষ করা স্বাগতিকেরা ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতেই পারে। এর পর মালিক আরও একবার বল হাতে জাদু দেখিয়ে নায়কের বেশেই বিদায় নেয়ার সুযোগ পাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post