পিএসজিকে হারিয়ে নকআউটে রিয়াল

পিএসজিকে হারিয়ে নকআউটে রিয়াল
স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের মুখোমুখি লড়াইয়ে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। খুবই অপ্রত্যাশিতভাবে রিয়ালের পক্ষে জয়সূচক গোলটি করেছেন বদলি হিসেবে মাঠে নামা স্প্যানিশ ডিফেন্ডার নাচো। সান্তিয়াগো বার্নাবুতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি রিয়ালের দুই তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা ও গ্যারেথ বেল। ক্রিশ্চিয়ানো রোনালদোও পারেননি খুব বেশি জ্বলে উঠতে। ৩৩ মিনিটের মাথায় ডিফেন্ডার মার্সেলো ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে আরো বিপদে পড়ে রিয়াল। কিন্তু এই ইনজুরি যে শেষ পর্যন্ত শাপে বর হয়ে যাবে, তা হয়তো তখন কেউই ভাবতে পারেননি। মার্সেলোর বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিট পরেই গোল করে বসেন ২৫ বছর বয়সী নাচো। এটি ছিল রিয়ালের জার্সি গায়ে তার দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানেই জয় পেয়েছে ১০ বারের শিরোপাজয়ীরা। রিয়াল জয় পেলেও ম্যাচের বেশির ভাগ সময় বলের দখল ছিল পিএসজির কাছে। রিয়ালের রক্ষণভাগে বেশ কয়েকবার বিপজ্জনকভাবে হামলাও চালিয়েছিলেন এডিনসন কাভানি, জ্ল্বাতান ইব্রাহিমোভিচ, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। ৩৭ মিনিটে পিএসজির মিডফিল্ডার আদ্রিয়েন রাবিয়োতের ভলি ফিরে এসেছিল পোস্টে লেগে। ৮৯ মিনিটে ডি মারিয়ার একটি গোলপ্রচেষ্টাও ব্যর্থ হয়ে গেছে গোলপোস্টে আঘাত হেনে। পিএসজির আরো কয়েকটি গোলপ্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দিয়েছিলেন রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাস। ম্যাচ শেষে রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস বলেছেন, ‘ম্যাচটা আমাদের জন্য মোটেই সহজ ছিল না। প্যারিসে গিয়ে ড্র করলেও আমরা অনেক ভালো খেলেছিলাম। এখানে আমরা অনেক শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি। বলের দখল ও গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে তারা অনেক এগিয়ে ছিল।’ ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর টিকেট কেটে ফেলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল এই ক্লাব। অন্যদিকে ৪ ম্যাচ শেষে পিএসজির সংগ্রহ ৭ পয়েন্ট।

Post a Comment

Previous Post Next Post