কুলাউড়ায় বিধবার টাকা আত্মসাতের অভিযোগ

কুলাউড়ায় বিধবার টাকা আত্মসাতের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার পৃথিমপাশায় মহিলা ইউপি সদস্য কর্তৃক বৃদ্ধ মহিলাকে প্রতারিত করে বিধবা ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই বৃদ্ধ মহিলা কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে যানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আমিনা বেগম কানাইটিকর গ্রামের মৃত রেহান উল্লার স্ত্রী ছালেখা বেগমেকে বিধাব ভাতা দেয়ার নাম করে কুলাউড়া জনতা ব্যাংকে নিয়ে যান। সেখানে পূণরায় টিপসই নিয়ে ছালেখা বেগমের কুলাউড়া জনতা ব্যাংক একাউন্ট (বি-৪৭৬) থেকে বৃদ্ধ ছালেখা বেগমের সামনেই মোট ৩ হাজার ৬শত টাকা উত্তলন করেন। ব্যাংক একাউন্ট করতে টাকা খরছ হয়েছে বলে বিধবা ছালেখা বেগমকে ৫০০ টাকা হাতে দিয়ে আর কোনো টাকা পাবে না বলে বাড়ি নিয়ে আসেন ইউপি সদস্য। এমন কি ওই মহিলার ভাতা বই ইউপি সদস্য তার জিম্মায় রেখে দেন। এনিয়ে ওই বৃদ্ধ মহিলা কুলাউড়া জনতা ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ব্যাংক একাউন্ট থেকে ৩ হাজার ৬শত টাকা উত্তলনের সত্যতা নিশ্চিত হয়ে ইউপি সদস্যা আমেনা বেগমের কাছে বাকি টাকা দাবি করলে ঐ ইউপি সদস্যা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে বলেন বিধাব ভাতা’র বই না দিয়ে বরং বই ছিড়ে ফেলে দেব। এব্যাপারে ইউপি সদস্যা আমিনা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, সমাজ সেবা বিষয় কর্মকতার কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post