শীতের শুরুতে মৌলভীবাজারে পর্যটকদের ভিড় বাড়ছে

শীতের শুরুতে মৌলভীবাজারে পর্যটকদের ভিড় বাড়ছে
নিউজ ডেস্কঃ শীতের আমেজ শুরু হতেই ভিড় বাড়তে শুরু করেছে মৌলভীবাজারের লাউয়াছড়া, মাধবকুণ্ড, চা বাগানসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। ব্যস্ততার জীবনে একটু সবুজের প্রশান্তি পেতেই যেনো মানুষ ছুটে যাচ্ছেন সেখানে। আর দূর-দূরান্ত থেকে যাওয়া পর্যটকদের নিরাপত্তা দিতেও সতর্ক রয়েছে প্রশাসন। চারিদিকে ছোটবড় টিলাগুলো যেন সবুজ গালিচা মোড়ানো। শান্ত, গভীর সৌন্দর্যের এই চা বাগানগুলোর কারণেই মৌলভীবাজার ভ্রমণপিপাসুদের কাছে ধরা দেয় একটু বাড়তি আকর্ষণ হয়ে। শুধু চা বাগানের নীরবতা নয়, প্রকৃতির ভাঁজে ভাঁজে আছে পাহাড়ের বুক চিরে ঝরে পড়া ঝর্ণা কলতান আর গভীর বনে বন্যপ্রাণীর আনাগোনা। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি বেড়েছে। আর আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর বলে জানালেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বৈচিত্র্যময় হাওড়, পাহাড়-টিলা মিলিয়ে শতাধিক পর্যটন কেন্দ্র রয়েছে জেলায়। প্রতিবছর কয়েক লাখ পর্যটকের সমাগম হয় এখানে।
শীতের শুরুতে মৌলভীবাজারে পর্যটকদের ভিড় বাড়ছে

Post a Comment

Previous Post Next Post