‘স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরই ফেসবুক খুলে দেয়া হবে’

‘স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরই ফেসবুক খুলে দেয়া হবে’
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরই ফেসবুক খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শনিবার সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরই ফেসবুক, ভাইবারসহ যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রযেছে তা খুলে দেয়া হবে।’ এর আগে গত বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় শিগগিরই ফেসবুক খুলে দেয়ার কথা জানালেও শুক্রবার সেখান থেকে কিছুটা সরে আসে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফেসবুক বন্ধ রাখায় সন্ত্রাসীরা বাধ্য হয়ে মোবাইল ফোনে আলাপ করছে। এতে সন্ত্রাসীদের চিহ্নিত করা সহজ হচ্ছে।’ শিগগিরই ফেসবুক খুলে দেয়া হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এটি নিয়ে বসব। আলোচনা করে তারপর ব্যবস্থা নেব। আমি আগেই বলেছি ফেসবুক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ফেসবুক বন্ধ থাকায় সন্ত্রাসীরা বিকল্প পথ হিসেবে মোবাইল ফোনে মেসেজ অথবা কল করে যোগাযোগ অব্যাহত রাখছে। আর সে কারণে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করা আইনশৃংখলা বাহিনীর জন্য সহজ হচ্ছে। তাই সন্ত্রাসীদের গ্রেফতার করতেই ফেসবুক আরও কয়েদদিন বন্ধ রাখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post